বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফি সৌম্যকে নিয়ে টাইগার শিবিরে স্বস্তির সংবাদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

বিপিএল শেষ হতেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ। প্রথম দুইদিন ভালোভাবেই প্রাকটিস করেছিলেন ক্রিকেটাররা। তবে তৃতীয় দিনে বাংলাদেশ দলের মাথার ওপরে ভেসে আসে কালো মেঘ। ব্যাটিং অনুশীলনে নেমে আঙুলে প্রচণ্ড চোট পান সৌম্য সরকার। গত সোমবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চোট পাওয়ার পর কাঁদতে কাঁদতে নেট থেকে বেরিয়ে আসেন সৌম্য। এরপর ৩১ বছর বয়সী এই ব্যাটারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার শেষ বিকেলে ফের ব্যাট হাতে নেটে ফেরত আসেন সৌম্য। আবারও নিজেকে যুক্ত করেন অনুশীলনে। ফলে প্রাথমিকভাবে কালো মেঘ সরে আকাশ ফর্সা হতে শুরু করে। সৌম্য ব্যাটিংয়ে ফিরলেও শঙ্কা ছিল ইনজুরির। আঙুলে ছিড় ধরা বা ফ্রাকশ্চার হয়েছে কিনা, তা নিয়ে তৈরি হয় জল্পনা। বিষয়টি নিশ্চিত হতে বাঁহাতি ব্যাটারের আঙুলে স্ক্যান করার সিদ্ধান্ত নেয় মেডিক্যাল টিম। তখন ভক্তদের মনে আশঙ্কার প্রশ্ন, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন তো বাঁহাতি টাইগার ব্যাটার? কিন্তু না, ভক্তদের সুখবর দিয়েছেন সৌম্য। এই প্রতিবেদকের কাছ থেকে পাওয়া ফোনে সৌম্য জানিয়েছেন, তিনি ভালো আছেন। হাতে বা আঙুলে কোনো ধরনের সমস্যা হয়নি। স্বাভাবিকই আছে সবকিছু। সৌম্য বলেন, ‘আমি ভালো আছি। আঙুলে এক্স—রে করা হয়েছিল। রিপোর্টও পেয়েছি। কোনো জটিলতা নেই। আপাতত ভালো আছি।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড আর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবেন মুশফিক—মাহমুদউল্লাহরা। শেষ ম্যাচ দুটি হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com