এফএনএস স্পোর্টস: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ দ্বিতীয় লেগের ম্যাচে ইন্টার মিলান অধিনায়ক লাউতারো মার্টিনেজের খেলা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আর্জেন্টাইন তারকার মাঠে নামা এখন অনিশ্চিত, যা ইন্টারের জন্য বড় এক ধাক্কা হয়ে দেখা দিয়েছে।
গত বুধবার স্পেনে প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে ৩—৩ গোলে ড্র করা ম্যাচের প্রথমার্ধেই মার্টিনেজ চোট পেয়ে মাঠ ছাড়েন। তখন থেকেই শঙ্কা দেখা দেয় তার ফেরার বিষয়ে। কোচ সিমোনে ইনজাগি ম্যাচ—পরবর্তী সংবাদ সম্মেলনে জানান, ফিরতি লেগে মার্টিনেজের খেলা নিশ্চিত নয়।
এই শঙ্কাই এখন বাস্তবে রূপ নিচ্ছে। গত শুক্রবার ইন্টার ক্লাব সূত্র নিশ্চিত করে যে, মার্টিনেজ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। যদিও চোটের মাত্রা বা মাঠের বাইরে থাকার সময়কাল নির্দিষ্ট করে জানানো হয়নি, তবে ইতালিয়ান গণমাধ্যমগুলোর ধারণা, অন্তত এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এই তারকা ফরোয়ার্ডকে।
ফলে গতকাল শনিবার সিরি—আ’তে ভেরোনার বিপক্ষে ম্যাচের পাশাপাশি মঙ্গলবার সান সিরোতে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগেও তার না খেলার সম্ভাবনাই প্রবল।
লাউতারো মার্টিনেজ ইন্টার মিলানের আক্রমণভাগের মূল ভরসা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দলের হয়ে ২১ গোল করেছেন তিনি, যার মধ্যে ৮টি এসেছে চ্যাম্পিয়ন্স লিগে। বার্সার বিপক্ষে গোলের প্রয়োজনীয় ম্যাচে তার অনুপস্থিতি তাই কেবল আঘাতই নয়, এক প্রকার দুশ্চিন্তারও নাম।
ইন্টার কোচ ইনজাগিকে তাই এখন বিকল্প কৌশলের দিকে তাকাতে হবে, যেখানে ডিফেন্স সামলানোর পাশাপাশি গোল স্কোরিংয়ের চ্যালেঞ্জ আরও জটিল হয়ে উঠতে পারে।