এফএনএস স্পোর্টস: ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ইস্তানবুলে ফাইনালে ইন্টারকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে সিটি। টুর্নামেন্ট শেষে ইউরোপসেরা এই লিগের সেরা একাদশ প্রকাশ করেছে উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল। ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেরা দলে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের জয়জয়কার। ১১ জনের মধ্য ৭ জনই সিটির। রিয়াল মাদ্রিদের দুই তারকা জায়গা পেয়েছেন একাদশে। তারা হলেন – গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। রক্ষণভাগে রয়েছেন ইন্টার মিলানের দুই খেলোয়াড়। একজন আলেহান্দ্রো বাস্তোনি, আরেকজন ফেদেরিকো দিমারকো ম্যানসিটি থেকে একাদশে সুযোগ পেয়েছেন কাইল ওয়াকার, রুবেন দিয়াজ, জন স্টোনস, কেভিন ডি ব্রæইনা, রদ্রি, বের্নার্দো সিলভা ও আর্লিং হালান্ড। একনজরে চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা একাদশ : গোলরক্ষক : থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ)। ডিফেন্ডার: কাইল ওয়াকার (ম্যানসিটি), রুবেন দিয়াজ (ম্যানসিটি), আলেহান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), ফেদেরিকো দিমারকো (ইন্টার মিলান)। মিডফিল্ডার: জন স্টোনস (ম্যানসিটি), কেভিন ডি ব্রæইনা (ম্যানসিটি), রদ্রি (ম্যানসিটি)। ফরোয়ার্ড: বের্নার্দো সিলভা (ম্যানসিটি), আর্লিং হালান্ড (ম্যানসিটি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।