শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগ- শেষ আটে রিয়ালের প্রতিপক্ষ চেলসি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: শেষ ষোলোর পর শেষ আটেও ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেমি-ফাইনালে যেতে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীদের সামনে বাধা চেলসি। সুইজারল্যান্ডের নিয়নে গতকাল শুক্রবার ড্র অনুষ্ঠিত হয়। রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়ন রিয়াল খেলবে ২০২০-২১ মৌসুমে দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুট জেতার চেলসির বিপক্ষে। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ পেয়েছে আরেকটি কঠিন প্রতিপক্ষ। শেষ ষোলোয় ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে বিদায় করা দলটি এবার খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। অন্য দুই কোয়ার্টার-ফাইনালে লড়বে ইন্টার মিলান-বেনফিকা এবং এসি মিলান-নাপোলি। এই চার দলের মধ্যে সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান সবশেষ এ শিরোপার স্বাদ পেয়েছে ২০০৭ সালে। তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার সবশেষ জিতেছিল ২০১০ সালে। নাপোলি এবারই প্রথম খেলছে কোয়ার্টার-ফাইনালে। বেনফিকা জিতেছিল ১৯৬২ সালে, সেসময় অবশ্য এটির নাম ছিল ইউরোপিয়ান কাপ। শেষ ষোলোতেও জার্মান প্রতিপক্ষ পেয়েছিল সিটি। বুন্ডেসলিগার দল লাইপজিগকে দুই লেগ মিলিয়ে ৮-১ ব্যবধানে হারায় পেপ গুয়ার্দিওলার দল। স্প্যানিশ কোচের সামনে এবার তার সাবেক দল বায়ার্ন। সিটির মতো রিয়ালও আধিপত্য করে পার হয় শেষ ষোলো। লিভারপুলকে প্রথম লেগে ৫-২ গোলে উড়িয়ে দেওয়ার পর ফিরতে লেগ কার্লো আনচেলত্তির দল জেতে ১-০ গোলে। কষ্টে সেরা আটের মঞ্চে আসে এসি মিলান। টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে প্রথম লেগে পাওয়া ১-০ গোলে জয়ই তাদের তুলে আনে সেরা আটে। দুই দলের ফিরতি লেগের ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। পোর্তোকে একইভাবে বিদায় করে ইন্টার মিলান। লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপের পিএসজির স্বপ্ন এবার গুঁড়িয়ে দেয় বায়ার্ন। দুই লেগেই লিগ ওয়ানের দলটিকে হারিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় সেরা আটে উঠে বুন্ডেসলিগার দলটি। শেষ ষোলোর প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ১-০ গোলে হারের ঘাটতি চেলসি পূরণ করে ফিরতি লেগের ২-০ ব্যবধানের জয়ে। প্রথমবারের মতো শেষ আটে উঠে আসার ইতিহাস গড়া নাপোলি শেষ ষোলোয় দুই লেগে হারায় আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে। আগামী ১১ ও ১২ এপ্রিল হবে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের খেলা। ফিরতি লেগ মাঠে গড়াবে ১৮ ও ১৯ এপ্রিলে।
কোয়ার্টার-ফাইনাল লাইনআপ:
রিয়াল মাদ্রিদ-চেলসি
ইন্টার মিলান-বেনফিকা
ম্যানচেস্টার সিটি-বায়ার্ন মিউনিখ
এসি মিলান-নাপোলি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com