শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

ছন্দে ফেরার আশা র‌্যাশফোর্ডের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: বিশ্বকাপের পর দারুণ পারফরম্যান্সে এগিয়ে চলার মাঝে হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। টানা তিন হারের পর ব্রেন্টফোর্ডের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলে আবার ফিরেছে তারা জয়ের পথে। হারানো আত্মবিশ্বাসটাও যেন ফিরে পেয়েছে। দলটির ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ডের বিশ্বাস, এখান থেকে সামনের পথচলায় ছন্দ ফিরে পাবেন তারা। প্রিমিয়ার লিগে বুধবার এরিক টেন হাগের দল জেতে ১-০ গোলে। ওল্ড ট্র্যাফোর্ডে ২৭তম মিনিটে পার্থক্য গড়ে দেওয়া গোলটি করেন র‌্যাশফোর্ড। লিগে গত ১৯ ফেব্রæয়ারি লেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর এটি ইউনাইটেডের প্রথম জয়। মার্চে লিভারপুলের মাঠে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর সাউথ্যাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করে ইউনাইটেড। এরপর আন্তর্জাতিক বিরতি পর নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল ম্যানচেস্টারের ক্লাবটি। ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ের পর ২৮ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইউনাইটেড। লিগে তাদের মূল লক্ষ্য শীর্ষ চার নিশ্চিত করা। এফএ কাপ ও ইউরোপা লিগের শিরোপার লড়াইয়েও এখনও টিকে আছে বছরের শুরুতে লিগ কাপ জয়ী দলটি। মৌসুমের খুব গুরুত্বপূর্ণ এই সময়ে জয়ের পথে ফিরতে পেরে স্বস্তি পাচ্ছেন র‌্যাশফোর্ড। ম্যাচের পর বিবিসি স্পোর্টকে দেওয়া প্রতিক্রিয়ায় ইংলিশ ফরোয়ার্ড আশাবাদ ব্যক্ত করেন, মান ধরে রেখে মৌসুমের বাকি অংশে লড়বেন তারা। “আমরা মৌসুমের এমন একটা সময়ে আছি, যখন প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ এবং প্রতিটি ম্যাচই নির্ণায়ক। তাই এখানে জিততে পেরে আমরা খুশি। আশা করি, কয়েক সপ্তাহ আগে আমরা যে অবস্থায় ছিলাম, সেখানে ফিরে যেতে পারব।” “সবসময় পরের ম্যাচটি জেতাই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রতি সপ্তাহে আমাদের সেরাটা খেলতে পারব না। কিন্তু নিজেদের মান কখনও পড়তে দেওয়া যাবে না এবং প্রতি সপ্তাহে একে অপরকে আরও ভালো করার তাড়না দিতে হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com