আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার একাধিক স্থানে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক মিঠুন ইসলামের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপজেলা সদরের বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন। অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র পক্ষে এদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ডলপিন হ্যাচারী সংলগ্ন এলাকা, গোলামের চায়ের দোকানের সামনে প্রায় ৩৫ জন শীতার্থের মাঝে এ শীত বস্ত্র বিতরণ কালে উপজেলা ছাত্রলীগ ও আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।