বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে শান্তি সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নূরনগর শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াত ইসলাম ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দের উপস্থিতিতে নূরনগর রামচন্দ্রপুরস্থ ইউনিয়ন জামায়াত আমিরের বাড়ি সংলগ্ন স্থল হতে জামায়াত ইসলামের যুব ইউনিটের সভাপতি মোঃ ফারুক হোসেন ও প্রাক্তন ছাত্রশিবির নেতা ডাঃ মোঃ নুরুল আমিন টুটুল এর নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রার বর্ণাঢ্য র্যালি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ করে নূরনগর ত্রিমনি মোড়স্থলে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মোঃ ফজলুল হক, সেক্রেটারি মাওঃ মোঃ গোলাম মোস্তফা, সুরা সদস্য মাওঃ আব্দুল মজিদ, নূরনগর জামায়াত ইসলামের আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন, বৈষম্য ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মোঃ জাহিদ হাসান, শ্যামনগর পশ্চিম শাখার শিবির সভাপতি মোঃ আব্দুস সামাদ, ইউনিয়ন সাবেক ছাত্রশিবিরের সভাপতি জিএম রেজাউল করিম, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ গোলাম মোস্তফা প্রমুখ। বর্ণাঢ্য র্যালি পরিচালনায় ছিলেন ওয়ার্ড যুব ইউনিটের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল বাক্বী।