দেবহাটা অফিস \ দেবহাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে চিকিৎসার উদ্দেশ্য আর্থিক সাহায্যের জন্য গতকাল চেক প্রদান করলেন দেবহাটা নির্বাহী অফুসার মোঃ আসাদুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসরের কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ হাসান, ওমর ফারুক সহ আহত ৩ ছাত্রকে চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান নিজ হাতে উক্ত চেক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটির সহ—সংগঠক রায়হান কাবির,ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটির সদস্য ইমরান বাশার, ছাত্র আন্দোলনের দেবহাটা প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ।