ষ্টাফ রির্পোটার \ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে।জেল,জুলুম,হুলিয়া, হত্যা সহ নানাধরনের নির্যাতনে জর্জরিত থাকায় দীর্ঘ প্রায় দেড় দশক পর ইসলামী আন্দলোনের এই সংগঠনটি প্রকাশ্রে হাজার হাজার কর্মি সমর্থকের অংশ গ্রহনে স্বরণ কালের সুবিশাল র্যালী ও সমাবেশ করেছে। সংগঠনটির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগ বৃহস্পতিবার বিকাল ৪ টায় শহরের সংগীতা মোড় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আসিফ চত্বরে এসে সমাবেশ করে। মুহুর মুহুর শ্লোগানে হহীদ আসিফ চত্বর প্রকম্পিত হতে থাকে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে ও সেক্রেটারি মেহেদী হাসান’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সাবেক সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম বকুল, খোরশেদ আলম, অ্যাডভোকেট আবু তালেব, মো. আনিসুর রহমান, সাবেক জেলা সভাপতি আব্দুল গফুরসহ শিবিরের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন নীল নকশা ও ষড়যন্ত্র করছে। যতই ষড়যন্ত্র করুক না কেন, এই ষড়যন্ত্র ছাত্রজনতাকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। ছাত্র জনতা জেগে উঠেছে, তাদেরকে আর থামানো যাবেনা। আমরা ৭১ দেখিনি, আমরা দেখেছি জুলাইয়ের গণহত্যা। আমরা দেখেছি সাতক্ষীরার মাটিকে ফিলিস্তিনির মতো ভুখন্ডে পরিণত করে দিতে। তারা আমাদের ভাইদের হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতন ও হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি, তারা আমাদের ভাইদের বাড়ি ঘর গুলো বুলড্রেজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। আজ তার পূনঃরাবৃত্তিও ঘটিয়ে দিয়েছে। বক্তারা এসময়, এই ১৬ বছর যারা সাতক্ষীরার মাটিকে নস্যাৎ করে দিয়েছিল, মেছাকার করে দিয়েছিল, তাদের যদি দ্রুত আইনের আওতায় আনা না হয় তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আগামীতে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন। একই সাথে তারা ফ্যাসিস্ট হাসিনার বিচার ও তাদের দোশরদের রাষ্টে্রর গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণের জোর দাবী জানান।