বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ত্রিমোহনী মোড় জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২২ অক্টোবর রবিবার সকাল ৯ টায় অত্র মসজিদ কমিটির আয়োজনে মসজিদ কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মসজিদ পরিচালনা পরিষদের কর্মকর্তা-সদস্য, আলেম ওলামায়ে কেরামগন, মুসল্লি ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ছাদ ঢালাই এর কাজ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। উন্নয়নের ছোয়া পেয়েছে প্রত্যন্ত অঞ্চলেও। এরে ধারাবাহিকতায় আপনাদের মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করবেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, অত্র মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ মোল্লা, নূরনগর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি ফয়জুল করিম, শিক্ষক মোঃ হাসিবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ডিএম রবিউল ইসলাম মুকুল, জিএম রবিউল ইসলাম, মাহমুদ গাইন, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ফজলুর রহমান, শিক্ষক মোঃ আমিনুর রহমান বকুল প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদপুর মাদ্রাসার মহতামিম মুফতি মোঃ আব্দুল আলিম।