এফএনএস স্পোর্টস: কয়েক সপ্তাহের জন্য রিজার্ভ গোলরক্ষক টম হিটনকে পাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাঙ্কেলে চোট পেয়েছেন এই ইংলিশ ফুটবলার। চলতি মৌসুমে ইউনাইটেডের হয়ে দুটি ম্যাচ খেলেছেন হিটন। লিগ কাপে চার্লটন অ্যাথলেটিক ও নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয়ের ম্যাচে জাল অক্ষত রাখেন ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়। তবে অনুশীলনে চোট পাওয়ায় আন্তর্জাতিক বিরতির আগে এফএ কাপে ফুলহ্যামের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে স্কোয়াডে ছিলেন না হিটন। ক্লাবের ওয়েবসাইটে গত বৃহস্পতিবার বিবৃতি দিয়ে ইউনাইটেড জানায় যে, হিটন ‘ইউনাইটেডের সামনের কয়েকটি ম্যাচ’ মিস করবেন। এরিক টেন হাগের দলের পরবর্তী ম্যাচ আগামী রোববার, প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে।