এফএনএস: উদ্বোধনের পর থেকে ছুটির দিনগুলোতে মেট্রোরেলে নগরবাসীর উপচেপড়া ভিড় ছিল। গতকাল শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। অধিকাংশ যাত্রী প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ার স্বাদ নিতেই আসলেও অনেকে পরিবার অথবা বন্ধুদের নিয়ে একাধিকবারের মতো এসেছেন মেট্রোরেল ভ্রমণে। গতকাল শুক্রবার শীতের সকালের ঠাণ্ডা উপেক্ষা করে অনেকে ভিড় জমান মেট্রোরেলের উত্তরা ও আগারগাঁও স্টেশনে। মেট্রোরেল স্টেশনে দেখা যায়, আগারগাঁও স্টেশনে রেলের যাত্রা শুরুর সময় সাড়ে ৮টার আগে থেকেই যাত্রীরা আসতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ ভিড় বাড়তে শুরু করে। এক যাত্রী বলেন, ছুটির দিনে সপরিবারে এসেছেন মেট্রোরেলে ভ্রমণ করতে। বাচ্চারা বায়না ধরেছিল মেট্রোরেলে চড়বে সেজন্য নিয়ে এসেছেন িিতন। প্রথমদিকে যাত্রীরা অনভ্যস্ত থাকলেও এখন অধিকাংশ যাত্রী অভ্যস্ত হয়ে উঠছেন। তবে যারা এখনও অনভ্যস্ত তাদের জন্যে স্বয়ংক্রিয় পদ্ধতির বদলে মেট্রোরেলের কর্মীরা সাহায্য করছেন ব্যবহার বিধি অনুযায়ী চলতে। মেট্রোরেলের এক কর্মী বলেন, ধীরে ধীরে সবাই বুঝে উঠতে শুরু করেছেন কীভাবে মেট্রোরেলে চড়তে হবে। নতুন যারা আসছেন তারা অন্যকে দেখে শিখছেন নতুবা আমাদের সহযোগিতা নিচ্ছেন। মেট্রোরেল প্ল্যাটফর্ম ঘুরে দেখা যায়, যাত্রীরা মেশিনে এবং হাতে হাতে উভয় পদ্ধতিতে টিকিট কাটছিলেন। প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরেরদিন থেকে চালু হয় মেট্রোরেলের চলাচল। তখন থেকেই কেবল আগারগাঁ ও উত্তরার দিয়াবাড়ী স্টেশনের মাঝে চলাচল করছে। মাঝের কোনো স্টেশনে থামছে না। আগামী ২৫ জানুয়ারি থেকে পলবী স্টেশনে যাত্রাবিরতি দেবে মেট্রোরেল। মানুষ মেট্রোরেলে অভ্যস্ত হয়ে উঠছেন দাবি করে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেন, লোকবল নিয়োগের কাজও পুরোদমে চলছে। তারপর আগামী ২৬ মার্চের মধ্যে মেট্রোরেলের আগারগাঁও-উত্তরা অংশের প্রতিটি স্টেশন খুলে দেওয়া।