শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন

ছোটভাইয়ের বীরত্বে বাঘের আক্রমন থেকে রক্ষা পেলেন জেলে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

গাজী খালিদ সাইফুল­াহ রমজাননগর প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমণ থেকে জীবন বাঁচিয়ে ফিরলেন এক জেলে। ছোটভাই লিয়াকত হোসেনের বীরত্বে বাঘের ভয়ঙ্কর আঘাত থেকে প্রাণে বেঁচে ফিরলেন আব্দুল ওয়াজেদ আলী (৪৫)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত জব্বার আলী গাজীর পুত্র। গতকাল ভোর ৪টার দিকে তাকে নিয়ে লোকালয়ে ফিরেছেন ছোটভাই লিয়াকত হোসেন।এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটার দাড়গাঙে কাকড়া আহরণের সময় বাঘের আক্রমণের শিকার হন আব্দুল ওয়াজেদ। লিয়াকত হোসেন জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটার দাড়গাঙে কাকড়া শিকার করছিলেন। হঠাৎ করেই মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি বাঘ তার ভাইয়ের উপর হামলে পড়ে। এসময় নৌকায় থাকা গরানের লাঠি নিয়ে তিনি উচ্চস্বরে শব্দ করেন এবং একই সাথে বাঘের চোখে চোখ রেখে মোকাবেলার চেষ্টা করেন। এক পর্যায়ে বাঘটি তার ভাইকে ছেড়ে দিয়ে চলে গেলে, তিনি ভাইকে উদ্ধার করে লোকালয়ে বাড়ী নিয়ে আসেন। ঘাড় ও মাথার সামান্য অংশ আক্রান্ত হয়ে, বর্তমানে আব্দুল ওয়াজেদ আলী তার পুরাতন বাড়ী কৈখালী বৈশখালী তে চিকিৎসাধীন আছেন। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমকেএম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সুন্দরবনের ভারতীয় সীমান্ত এলাকায় একজন জেলে বাঘের আক্রমণের শিকার হয়েছে। তবে, তার নামে পাশ পারমিট ছিল না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com