এফএনএস বিদেশ : মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সবচেয়ে ছোট শিশুদের ফাইজার ও মডার্নার তৈরি কোভিড-১৯ টিকা ব্যবহারের জন্য গত শুক্রবার জরুরি অনুমোদন দিয়েছে। খবর এএফপি’র। মার্কিন এ সংস্থা ছয় মাস থেকে পাঁচ বছর বয়সের শিশুদের জন্য মডার্নার দুই ডোজ এবং ছয় মাস থেকে চার বছর বয়সের শিশুদের জন্য ফাইজারের তিন ডোজ টিকা দেয়ার ছাড়পত্র দিয়েছে। তাদের অনুমোদন বিশ্বব্যাপী সর্বোচ্চ মানদন্ড বিবেচনা করা হয়ে থাকে। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আজ হচ্ছে আমেরিকাজুড়ে মা-বাবা ও পরিবারের জন্য বড় পরিত্রাণের দিন।’ তিনি আরো বলেন, ভ্যাকসিন গ্রহণ করা ছোট শিশুরা ‘আমাদের দেশকে নিরাপদভাবে সামনের দিকে এগিয়ে নেয়া অব্যাহত রাখতে সহায়তা করবে।’ এফডিএ প্রধান রবার ক্যালিফ একইভাবে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, সবচেয়ে ছোট শিশুদের জন্য এসব ভ্যাকসিন কোভিড-১৯ এর মারাত্মক ছোবল থেকে রক্ষা করবে।