শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

জনকল্যাণ সংস্থার গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

কালিগঞ্জ ব্যুরো: “ফান্ড আওয়ার ফিউচার” (আমাদের ভবিষ্যতের জন্য আর্থিক বিনিয়োগ কর) দাবি করে হাজার হাজারতরুন এবং তাদের প্লাটফরম একশনএইড বাংলাদেশের সহযোগিতায় জাতীয় প্রেসক্লাব সহ একযোগে সারা বংলাদেশের ধারাবাহিকতায় কালিগঞ্জে ফুলতলা মোড়ে গতকাল সকাল ১০টায় জলবায়ু ধর্মঘটে অংশগ্রহন করে। যুবরা সরকারী পর্যায়ের বিনিয়োগকারী ব্যাংকগুলো এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানীর পরিবর্তে টেকসই প্রকল্পএবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করার আহবান জানায়। জলবায়ু সংকট নিরসন, ন্যায়বিচার দাবি ওজনগনকে সচেতন করতে একশনএইড বাংলাদেশের সহায়তায় ও এক্টিভিস্তা নেটওয়ার্ক এর ৩০ টিরও বেশিযুব সংগঠনের সহস্রাধিক তরুণ এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে অংশ নেয়। জনকল্যান সংস্থার তরুণএক্টিভিস্টা স্বেচ্ছাসেবকরাও এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে সংহতি প্রকাশ করেন। এসময় তরুণরা দলমতনির্বিশেষে সমাজের বিভিন্ন প্রান্তের মানুষদের সাথে নিয়ে জলবায়ু সংকট নিরসন, ন্যায়বিচারদাবিতে ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নেয়। গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে জলবায়ু কর্মি মোঃ মারুফ হাসানের সভাাপতিত্বে বক্তব্য রাখনে জলবায়ূ কর্মি ও মিডিয়া কর্মিদের উপস্থিতিতে জলবায়ু বিষয়ে জনগনও নীতিনির্ধারকদের সুবিবেচনার জন্য স্ট্রাইকের বিকল্প নেই। “প্রতি বছর উপকূলীয় অঞ্চলে পানি বাড়ছে আমি যেখান থেকে এসেছি সেখানে আমাদের বসবাস করা কঠিন হয়ে পড়ছে। ভবিষ্যত প্রজন্ম ওবাসযোগ্য পৃথিবীর জন্য টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা বাঞ্চনীয়। যত তাড়াতাড়ি আমাদের বৈশ্বিক নেতৃবৃন্দ এই কাজ করবে তত তাড়াতাড়ি এ পৃথিবী সুরক্ষিতহবে।” একশনএইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, ‘‘ফসিল-ফাইনান্স ও ক্ষতিকরব্যাবসায়িক কৃষি পন্যতে বিনিয়োগ প্রবণতা ক্রমবর্ধমান পুঁজিবাদী মানসিকতার একটি প্রধান উদাহরণ যেখানে মানুষের চেয়ে মুনাফাই মুখ্য। আমরা যদি এখনই সোচ্চার না হই তবে ভবিষ্যতে আমাদেরকে বড় দূর্যোগ ও বিপর্যয়ের সম্মুখীন হতে হবে, বাস্তুচ্যুত হতে হবে আমাদের মত দেশগুলির লক্ষাধিক মানুষকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com