খুলনা প্রতিনিধি ॥ ৯ ডিসেম্বর দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এঁর সভাপতিত্বে খুলনা বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারুল আলম বিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের জনগণের প্রত্যাশা পূরণে পুলিশের সকল সদস্যকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পুলিশ যাতে কোন রাজনৈতিক দলের হাতিয়ার না হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়ে পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ চলছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কোন অনাকাঙ্খিত পরিস্থিতির উদ্ভব হলে তা মোকাবেলায় পুলিশকে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে মোকাবেলা করতে হবে। কোন নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। কোন নিরীহ মানুষের নামে মামলা হলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সভায় খুলনা বিভাগের পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের কিছু সমস্যা ও চাহিদার কথা আইজিপির নিকট তুলে ধরেন। আইজিপি মহোদয় সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং যথাসম্ভব সমস্যা সমাধানের বিষয়ে সকলকে আশ্বস্ত করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একেএম শহিদুর রহমান, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মহাপরিচালক, র্যাব ফোর্সেস, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম এবং কমান্ড্যান্ট, পিটিসি, খুলনা।