খুলনা প্রতিনিধি \ পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের বিভিন্ন শ্রেণী—পেশার মানুষের কাছে গিয়ে পুলিশের প্রতি তাদের প্রত্যাশার কথা শোনার জন্য বিভিন্ন কমিউনিটির সাথে সুধী সমাবেশের আয়োজন করা হচ্ছে। গতকাল ৮ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুরে দৌলতপুর থানাধীন মধ্যডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদের মুসল্লীদের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেএমপি’র দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী মতবিনিময়কালে পুলিশের প্রতি জনগণের প্রত্যাশার পাশাপাশি নাগরিকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। সমাবেশে উপস্থিত লোকজন তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।