বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

জনতার ক্ষোভ আচঁড়ে পড়ল গণভবনে; বাদ পড়েনি স্পীকারের ভবন থেকে সংসদ ভবনও

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

জি এম শাহনেওয়াজ ঢাকা থেকে ॥ কোটা সংস্কার আন্দোলন থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধিন শেখ হাসিনা সরকারের পদত্যাগে শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ইস্যুতে জনতার ক্ষোভ আচঁড়ে পড়ল প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। সুরক্ষা এই ভবনের প্রতিটি কক্ষে ছাত্র-জনতা ও সাধারণ মানুষের সরব উপস্থিতি দেখা যায়। ভবনের প্রতিটি কক্ষে ধবংসস্তুপের চিহ্ন দগদগে।এর প্রভাব পড়েছে সার্বভৌম সংসদ ভবনেও। বাদ পড়েনি স্পীকারের বাসভবন থেকে শুরু করে এর অভ্যন্তরের প্রতি ভবন। পুরো সংসদ ভবন এলাকা, গণভবন এখন ছাত্র জনতা ও সাধারন মানুষের দখলে। সূত্র জানায়, দুপরের পর গণভবন ছাড়ের শেখ হাসিনা । এ খবর আন্দোলনরত শিক্ষার্থীদের কানে পৌছানোর সঙ্গে সঙ্গে দলে দলে মিছিল নিয়ে সংসদ ভবন হয়ে গণভবনে প্রবেশ করে। লাখ জনতার সরব উপস্থিতি এবং নানা আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিরোধী শ্লোগান চলতে চলতে থাকে। এ সময় এক শ্রেণির সুবিধাবাদী মানুষ গণভবনে শেখ হাসিনা ও তার পরিবারের প্রতিটি কক্ষ তছনছ ও যে যা সামনে পেয়েছে তা নিয়ে সটকে পড়ার চেষ্টা চালিয়েছে। পুরো কক্ষের চিত্র ক্ষণিকের মধ্যে ধ্বংসস্তুপে পরিণত হয়। সোমবার সরেজমিন এসব চিত্র দেখা যায় গণভবন ও সংসদ ভবন এলাকায়। সরেজমিন দেখা গেছে, গণভবনের ভিতরে বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাস-মুরগি পালন থেকে শুরু করে নানা ধরণের সবজি চাষ করতেও সেগুলোও ক্ষুদ্ধ জনতা স্মৃতি হিসেবে রাখতে ছবিতুলে প্রদর্শন করতে দেখা যায়। কেউ বঙ্গবন্ধু পরিবারের ছবি সংগ্রহে নেয়ার চেষ্টা করেন, কেউ খুলে নেন আলমারির অভ্যন্তরে থাকা সরঞ্জমাদি। কাউকে রুমে এসি খুলতে দেখা যায়। কেউ চেয়ার নিয়ে উল্লাস করতে করতে গণভবন ত্যাগ করেন। অনেকেই লেগে নেমে গোসল করতে করতে সেলফি তোলায় মশগুল হয়ে পড়ে। কাউকে দেখা যায়, আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিরোধী শ্লোগান দিতে। জাতীয় পাতাকা নিয়ে মিছিল করতে থাকেন দল বেঁধে কেউ কেউ। যেখানে পানি ঝরণা ধারা পেয়েছে সেখানে নেমে পড়েছে শিশু থেকে নতুন প্রজন্মের তরুণ সমাজ। কাউকে লেগ থেকে মাছ ধরতে দেখা গেছে। ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযোদ্ধা এবং সর্বশেষ এরশাদ বিরোধী আন্দোলন সব কিছুকে ছাপিয়ে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের আহবান রাস্তায় জনতার সরব উপস্থিতি। সবাইর মধ্যে গত কয়েকদিনের চাপা ক্ষোভ যেনো আজ শেখ হাসিনার বিদায়ের মধ্যে অস্বস্তির মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেককেই গণভবনের মধ্যে শুকরিয়া আদায় করে নামাজ আদায় করতে দেখা যায়। তবে গণভবনের আসবাবপত্র ও জিনিষপত্র নিয়ে প্রথমে যারা সটকে পড়েছিলেন, পরে রাষ্ট্রীয় সম্পদ বিবেচনায় তারা আটকে অন্তবর্তী কিংবা সেনা-সমর্থিত যে সরকারই দায়িত্ব নিবে তাদের কাছে হস্তান্তর করবে এ জন্য একজায় জড়ো করে রাখতে দেখা যায়। গণভবন থেকে পরে জাতীয় সংসদ ভবনে স্পীকারের ভবনে প্রবেশ করেও ধবংস্তুপে পরিণত হওয়ার চিহ্ন দেখতে পাওয়া যায়। সেখানেও ছাত্রদের বাইরে জমা মালামাল পাহারা দিতে দেখা যায়। অনেক উৎসুক জনতা সন্ধ্যার আগে স্পীকারের ভবনে প্রবেশ করতে চাইলে তা মানবঢাল হয়ে প্রতিহত করার চেষ্টা করেন ছাত্রজনতা। সার্বভৌম সংসদ ভবনেও চিত্রও একই। উৎসুক জনতাকে সন্ধ্যার পরও সেখানে প্রবেশ করতে দেখা যায়। অথচ এই সুরক্ষিত ভবনে প্রবেশ করতেই নানা তেল খড় পড়ানো লাগত সাধারণ মানুষ থেকে সমাজের অনেক উচ্চ স্তরের মানুষের। বলা যায়, সুরক্ষিত অট্টালিকা থেকে জনতার ক্ষোভ আচঁড়ে পড়ে এখন গণভবন ও সংসদ ভবন ধ্বস্তুপের এক অচেনা ভবনে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com