পবিত্র মাহে রমজান উপলক্ষে জনতা ব্যাংক আগরদাড়ী শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের আল বারাকা মার্কেটস্থ পিৎজা মিলানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের ডিজিএম মো: আব্দুস সালাম। জনতা ব্যাংক আগরদাড়ী শাখার ব্যবস্থাপক শাহীনুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, পলী বিদ্যুতের ঝাউডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম রফিকুল ইসলাম, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের এজিএম মো: রোকনুজ্জামান, এজিএম রবিউল ইসলাম, জনতা ব্যাংকের প্রশাসনিক কর্মকর্তা শেখ বেনজীর আহমেদসহ জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের আওতাধীন ১৪টি শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী ও সিবিএ নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে জনতা ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।