স্টাফ রিপোর্টার : “সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, দেশের জনসংখ্যা কমছে না বাড়ছে সে সম্পর্কে সুষ্ঠু ও প্রকৃত ধারণা পেতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর জনশুমারি করা অতি গুরুত্বপূর্ণ বিষয়। করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন কারণে কয়েক দফা পেছানোর পর অবশেষে শুরু হয়েছে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২। এটি দেশের ষষ্ঠ জনশুমারি। সপ্তাহব্যাপী এ শুমারি ১৫ জুন থেকে চলবে আগামী ২১ জুন পর্যন্ত। এবারই প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে জনশুমারি ও গৃহগণনার কাজ। গতকাল সকালে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে জনশুমারি ও গৃহগণনার দ্বিতীয় দিনে প্রকল্পের কাজে নিয়োজিত সাতক্ষীরা সদর পরিসংখ্যান অফিসের জোনাল অফিসার মো. হাফিজুর রহমানের নিকট তথ্য প্রদানকালে এসব কথা বলেন। তিনি বলেন, জনশুমারির মাধ্যমে কোন দেশের জন্ম-মৃত্যুর হার সম্পর্কেও জানা যায়। জানা যায় সেবামূলক বিভিন্ন ক্ষেত্রে যেমন শিক্ষা, চিকিৎসা, বেকার, শিক্ষিত, অশিক্ষিতসহ আরও নানা তথ্যাদি। এসময় এমপি রবি তার নির্বাচনী এলাকার জনগণসহ সকলকে তথ্য সংগ্রহকারীদের দেশের স্বার্থে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান। জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর তথ্য প্রদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মো. বছির উদ্দীন, সদর উপজেলা পরিসংখ্যান অফিসার আবু তালেব, সুপারভাইজার শেখ ফয়সাল ইসলাম ও তথ্য সহকারি এস.এম রায়হান কবির প্রমুখ।