স্টাফ রিপোর্টারঃ খুলনায় বাংলাদেশ আ’লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খুলনায় জনসভা সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের জামিরা বাজার কেন্দ্রীয় মন্দিরে সনাতন সম্প্রদ য়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং খুলনা ৫ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী অজয় সরকার। এ সময় তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষের মধ্যে পারস্পারিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে। দেশকে আর পিছিয়ে যেতে দিলে চলবে না।জামাত-বিএনপিসহ স্বাধীনতা বিরোধীদের সৃষ্ট সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়ন ও অগ্রগতির বহু দূরে এগিয়ে নিতে হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামিরা বাজার সার্বজনীন মাতৃ সেবা কেন্দ্রীয় মন্দির উপদেষ্টা অসীম দত্ত, সভাপতি সঞ্জয় দত্ত, সাধাঃ সম্পাদক চিত্ত রঞ্জন, যুগ্ম সাধাঃ সম্পাদক সাধন দাশ, অবঃ প্রাপ্ত শিক্ষক কিরন কান্তী বৈরাগী,এড নৃপেন মল্লিক প্রমুখ।