এফএনএস বিনোদন: দুই বাংলার এই সময়ের ব্যস্ত অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা আবারও আলোচনায় এসেছেন শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘মাই শেলফ অ্যালেন স্বপন’-এ অনবদ্য অভিনয়ের মধ্য দিয়ে। এই ওয়েব সিরিজে অভিনয়ের কারণে তিনি ধারাবাহিকভাবেই আলোচনায় আছেন বিগত বেশ কিছুদিন ধরে। আবার যেহেতু কলকাতার নির্মাতাকে বিয়ে করেছেন, এ কারণে তিনি কখন ঢাকায় থাকেন, কখন কলকাতা থাকেন এটাও অনেক সময় বোঝা যায় না। চাকরির কারণেও প্রায় সময়ই ঢাকা কলকাতা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে থাকতে হয় তাকে। আগামী ৩১ মে থেকে ১৭ জুন পর্যন্ত তিনি অফিসের কাজেই দেশের বাইরে থাকবেন। মিথিলা তার চাকরি জীবন যেমন দারুণ উপভোগ করছেন, ঠিক তেমনি অভিনয় করার জন্য যতটুকুই সময় পান না কেন পুরোটা সময়ই তিনি দারুণ উপভোগ করেন। তবে বছরের একটি দিন তিনি চেষ্টা করেন পরিবারের সঙ্গে থাকার। তবে এই সফরে তার সঙ্গে আসেন তার স্বামী। গতকাল বৃহস্পতিবার ছিল এই তারকার জন্মদিন। জন্মদিনটি তিনি পরিবারের সঙ্গেই কাটাবেন বলে জানান। মিথিলা বলেন, ‘জন্মদিনের সময়টা অন্তত ঢাকায় আছি, পরিবারের সাথে আছি- এটাই আসলে শান্তির, ভালো লাগার। জন্মদিনের সময়টা পরিবারের সঙ্গে থাকার আনন্দটা সত্যিই অনেক ভালো লাগার। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর নতুন ওয়েব সিরিজের জন্য দেশ-বিদেশের নানান প্রান্ত থেকে দর্শকের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। দর্শকের ভালোবাসায় আমি সিক্ত। আমি আবারও অনুপ্রাণিত হলাম। আগামীতে আরও ভালো ভালো গল্পের নাটক, ওয়েব সিরিজে কাজ করার চেষ্টা করব।’ এদিকে ঢাকা ও কলকাতায় মিথিলা অভিনীত ‘অমানুষ’ নুলিয়াছড়ির ‘সোনার পাহাড়’, ‘কাজলরেখা’, ‘জলে জ¦লে তারা’, ‘মায়া’, ‘মেঘলা’ ও ‘নীতিশাস্ত্র’ সিনেমাগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়। এসব সিনেমা মুক্তি পেলে অভিনেত্রী হিসেবে মিথিলা অনন্য উচ্চতায় চলে যাবেন, এমনটাই বিশ্বাস সিনেমাগুলোর নির্মাতাদের। মিথিলাও সিনেমাগুলো নিয়ে ভীষণ প্রত্যাশী।