বিশেষ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার রতনপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্ম বার্ষিকী, জাতীয় শিশু দিবস উপলক্ষে ও গড়ুইমহল ইসলামী সমাজকল্যাণ পরিষদ এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ১৭ মার্চ রবিবার বিকাল ৫ টায় আসর নামাজ বাদ গড়ুইমহল ইসলামী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে গড়ুইমহল কেন্দ্রীয় জামে মসজিদে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র পরিষদের কর্মকর্তা-সদস্য, মসজিদের মুসল্লী ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজি টোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত ৪৫ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় তিনি ইসলামী সমাজকল্যাণ পরিষদের কার্যক্রমের প্রতি খুবই সন্তুষ্টি প্রকাশ করেন ও সাধুবাদ জানান। বিত্তবান সহ সকলকে অত্র পরিষদকে এগিয়ে নেয়ার জন্য সার্বিক সহযোগিতার আহ্বান জানান এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল আহসান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ এবাদুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র পরিষদের পরিচালক মাওঃ মোঃ জামিরুল ইসলাম।