দেবহাটা অফিস \ জন্ম মৃত্যু নিবন্ধনে মার্চ/২০২৩ মাসে জেলা পর্যায়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। দেবহাটা নির্বাহী অফিসারের দক্ষতা ও দায়িত্বশীলতায় পরপর তিন মাস দেবহাটা উপজেলা জেলার শীর্ষ স্থান ধরে রেখেছেন। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির দেবহাটা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে ক্রেস্ট ও সম্মাননা পত্র প্রদান করেছেন।