শেখ শরিফুল ইসলাম কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ মাঠে গিয়ে ধুলো কাদা মেখে, ঘাম ঝরিয়ে, রোজ বিকেলে খেলা শেষে বাড়ি ফেরা- এ দৃশ্য আজকাল যেন হারিয়ে যাচ্ছে। আমাদের অভিভাবকরা বিনোদনের নামে যা তুলে দিচ্ছেন ছেলে-মেয়েদের হাতে, তার ক্ষতির পরিমাণটা তাদের ধারণারও বাইরে। পশ্চিমা বিশ্বের মতো আমাদের অনেক পরিবারে বাবা-মা দুজনই কর্মব্যস্ত। উভয়েই ছুটছেন ‘ক্যারিয়ার ও সফলতা’ নামক সোনার হরিণের পিছনে। এদিকে সন্তান বড় হচ্ছে কাজের বুয়ার কাছে। অনেক অপরিণামদর্শী মায়েরাই শিশুকে খাবার খাওয়াতে, তার কান্না থামাতে- টিভি, কম্পিউটার ও ভিডিও গেমসের অভ্যাস করাচ্ছেন। অন্যদিকে শহরের ইট, পাথর আর কংক্রিটের আড়ালে আটকা পড়ছে শিশুদের বর্ণিল শৈশব তারা খেলাধুলার আনন্দ খুঁজে ফিরছে মাউসের বাটন টিপে, কম্পিউটারের পর্দায় গেমস খেলে। অনেক সময় তাদের এ আকর্ষণটা চলে যাচ্ছে আসক্তির পর্যায়ে। ধীরে ধীরে তারা র্নির্ভরশীল হয়ে পড়ছে কম্পিউটার-মোবাইল-ট্যাব গেমসের উপর। উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় কিশোররা একটু বেশি অনলাইন গেমসের প্রতি আসক্ত হয়ে পড়েছে ।প্রতিনিয়ত গ্রামের রাস্তার মোড়ে, একটু নির্জন জায়গাগুলোতে দেখা মেলে উঠতি বয়সি ছেলেদের একত্রিত হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইলে গেম খেলার প্রতিযোগীতা। আর এতে কোন কোন পরিবারের গার্ডজিয়ানদের ও রোয়েছে সহযোগীতা করার কথাপকতনের সদইচ্ছার বহিপ্রকাশ। যার ফলে ভয়ানক গেমস এর কবলে পড়ে শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করছে, মাদকাসক্ত হচ্ছে ও ইভটিজিং এর মত অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে । অন্যদিকে সাতক্ষীরা জেলায় জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের অনেক উন্নত দেশগুলোতে এটি এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সুইডিশ জলবায়ু নেত্রী অগ্নিকন্যা গ্রেটা থানবার্গ ফ্রাইডে ফর ফিউচার এর আন্দোলন উদ্বুদ্ধ হয়ে সপ্তাহের প্রতি শুক্রবারে জলবায়ু সুবিচারের দাবিতে জনকল্যাণ সংস্থা তিন সপ্তাহ হাতে প্লেকার্ড সহ বিভিন্ন স্লোগান লিখে জানান দিচ্ছে উন্নত বিশ্বের কাছে । যার নেতৃত্ব দিচ্ছে বর্তমান তরুণরা। শুক্রবার কালীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল ময়দানে এই সকল যুবকদের নিয়ে একটি ফুটবল ম্যাচ এর আয়োজন করা হয়। এ সময় জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি মোঃ মারুফ হাসান অনলাইন গেমসের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন ও তাদের গেমস আসক্তি থেকে বাহির হয়ে জলবায়ু সুবিচার প্রতিষ্ঠায় পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করার শপথ নেন। তিনি আরো জানান শিশুদের অনলাইন গেমস থেকে বাহির করে নিয়ে এসে মাঠে খেলানোর জন্য একটি স্পোর্টস ক্লাব তৈরি করে দেবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সংস্থার কার্যনির্বাহী সদস্য মোঃ মহিবুলাহ, মোঃ ফিরোজ কবির প্রমুখ ।