বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

জমজমাট বিজয় মেলার সাক্ষী হতে চলেছে কলারোয়া সাবেক এমপি হাবিবের মেলার স্টল পরিদর্শন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসন বিজয় মেলায় নজরকাড়া আয়োজন করেছে। রোববার সন্ধ্যায় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম কলারোয়া ফুটবল ময়দানে বিজয় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সার্বিক আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে তিনি তালা ও কলারোয়ার সর্বস্তরের জনসাধারণকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান। সেইসাথে বিজয় মেলাসহ বিজয় দিবসের সকল কর্মসূচির সফলতা কামনা করেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম।বিকেলে উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কলারোয়া ফুটবল ময়দানে বিজয় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময উৎসুক জনতা সার্বিক আয়োজন দেখতে ভিড় জমান। এবার বিজয় দিবসে কর্মসূচিতে কোনো শরীরচর্চা, কুচকাওয়াজ ও ডিসপ্লে না থাকায় বিজয় মেলাকে আকর্ষণীয় করার নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, নাগরদোলা, স্লো বাইসাইকেল রেস ও প্রীতি ফুটবল খেলা। এছাড়া নবান্নের পিঠা উৎসব মেলায় ভিন্নমাত্রা এনে দিয়েছে। এছাড়া প্রত্যেকটি স্টল সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন থিমে। কলারোয়ার বিশ্ব পরিম-লে পরিচিতি এনে দেওয়া মাটির টাইলস শোভা পাচ্ছে একটি স্টলে। সবমিলিয়ে জমজমাট এক বিজয় মেলার সাক্ষী হতে চলেছে কলারোয়াবাসী। উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম উপজেলার সর্বস্তরের জনসাধারণকে বিজয় মেলায় শরিক হওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com