আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বৃহত্তর নওয়াবেঁকী বাজারে জমজমাট হয়ে উঠেছে ঈদের বাজার। গতকাল বাজার পরিদর্শন করে দেখা যায় পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড়। অধিকাংশ দোকানগুলোতে দেখা যায় ক্রেতা সমাগম এত বেশি যে কোথাও দাঁড়ানোর জায়গা নাই। ঈদের কেনাকাটায় ব্যস্ত সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় গত বছরের তুলনায় এ বছর বিক্রয় অনেক বেশি হচ্ছে। বিগত বছরগুলোতে অনেক মানুষ ইন্ডিয়ায় যেত ঈদের কেনাকাটা করতে। তারা এ বছর আর ইন্ডিয়ায় বাজার করতে যায়নি। তা তাছাড়া ইন্ডিয়ান কোন মালামাল দোকানে না থাকায় দেশি মালের চাহিদা বেড়েছে। সাজমহল—১ গার্মেন্টসের মালিক মুজিবুর রহমান জানান গতবছরের তুলনায় এ বছর বেচাকেনা অনেক ভালো। এছাড়াও মায়ের দোয়া গার্মেন্টস, অভিজাত শপিং সেন্টার, সাজমহল—২, পোশাক মেলা সহ সব পোশাক ব্যবসায়ীদের ব্যবসা ভালো হচ্ছে বলে জানিয়েছে।