 
																
								
                                    
									
                                 
							
							 
                    আলমগীর হোসেন খুলনা প্রতিনিধি ॥ খুলনা জেলার বটিয়াঘাটা থানার ১নং জলমা ইউনিয়ানের ৮নং ওয়ার্ড মেম্বার রেজাউল সরদার এর মৃত্যুতে পদটি শূন্য হয়। ঐ পদে আগামী ২৮এপ্রিল নির্বাচন অনুষ্টিত হইবে। শূন্য পদে বিপরীতে ৫ জন প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে মরহুম রেজাউল সরদার এর বড় ছেলে আশিক সরদার মোরগ, পলাশ রায় টিউবয়েল প্রতিক, কার্তিক ঠিকাদার ব্যাট প্রতিক, বিল্লাল হোসেন ফুটবল প্রতিক, সুমন রায় তালা প্রতিক নিয়ে এলাকায় সকল প্রার্থীরা ব্যাপকভাবে নির্বাচনী প্রচার প্রচারনা চালাচ্ছে। এলাকার জনগন এবার সৎ, যোগ্য প্রাথীকে ভোট দিবেন বলে শোনা যাচ্ছে। এত গরমেও মানুষের মাঝে নির্বাচনের আমেজ দেখা যাচ্ছে। এ পর্যন্ত কোন প্রকার নির্বাচন আচারণ বিধি লংঘনের কোন ঘটনা ঘটে নাই। থানা নির্বাচন অফিসার অপ্র্বূ কুমার বিশ্বাস জানান, নির্বাচন হবে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ জনগন যাহাতে পছন্দমত প্রার্থীকে ভোট দিবে।