স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ঐতিহ্যবাহী সুলতানপুর বড় বাজার কাঁচা ও পাঁকা বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে। বিগত বছরের ন্যায় আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার ভোটকে কেন্দ্র করে পুরা বড় বাজার সহ পাশ্ববর্তি এলাকায় উৎসব ও আমেজ বিরাজ করছে। নির্বাচনে সভাপতি সাধারন সম্পাদক সহ ১১ পদের বিপরীত ২৭ জন প্রতিদ্বন্দিতা করছে। তবে সহ-সভাপতি পদে মিয়ারাজ হোসেন নির্বাচিত হয়েছে। এবা সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন ৪ জন এরা হলেন সাবেক সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা আনারস, মো: রওশন আলী গরুর গাড়ী, মো: শুকুর আলী লেবু ও মোড: জবেদ আলী ছাতা প্রতিকে প্রতিদ্বন্দিতা করছে। সেক্রেটারী পদে ৩ জন এরা হলেন সাবেকসভাপতি আব্দুর রহিম বাবু হরিন, মো: লিয়াকত হোসেন হামি ও আলহাজ্ব মো: রজব আলী খাঁ চেয়ার প্রতীকে লড়ছেন। জয়েন্ট সেক্রেটারী পদে ২ জন কবিরুল ইসলাম কুিবর ফুটবল, ফজর আলী খোকা গোলাপ ফুল, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন আবুল কালাম আজাদ মোরগ ও মাষ্টার আবুল কাশেম কলম। দপ্তর সম্পাদক পদে ফজলুল রহমান সাইকেল, ও শহিদুল ইসলাম টেলিভিশন প্রতীকে লড়ছেন। ক্রীড়া সম্পাদক পদে আনারুল ইসলাম তালা ও ইলিয়াস হোসেন বেটবল প্রতীকে লড়ছেন, ধর্ম সম্পাদক পদে কামরুল ইসলাম হারিকেন ও আবু সাঈদ মোবাইল প্রতীকে লড়ছেন। সদস্য পদে ৫ জন এরা হলেন রায়হান ইসলাম মাছ, মতিয়ার রহমান আম, রফিকুল ইসলাম মোমবাতি, মো: জামসেদ সিলিং ফ্যান ও মহিদুল ইসলাম মই প্রতীক নিয়ে লড়ছেন। নির্বাচনে প্রার্থী ও তার সমর্থকরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে ছুটছেন। ভোটারদের আকর্ষণ বাড়াতে দিচ্ছেন নানা প্রতিশ্র“তি। বড়বাজার এলাকার চায়ের দোকান থেকে শুরু করে সকল দোকানে আলোচনা ভোট আর ভোট। শেষ সময়ে ভোটারদের কাছে টানতে বিভিন্ন কৌশল অবলম্বন করেছে প্রার্থীরা। নিজেদের জয়ের সম্ভাবনার কথা বলে ভোট চাচ্ছেন। বহু কাঙ্খিত নির্বাচন আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার সুলতানপুর বড়বাজার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৬০৯ জন ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাতক্ষীরা চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ সভাপতি নাছিম ফারুক খান মিঠু দৈনিক দৃষ্টিপাত কে জানান, সুলতানপুর কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। কোন বিশৃংখলা সৃষ্টির সুযোগ নেই। নির্বাচনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করবে সাতক্ষীরা চেম্বার অব কমার্স, আইন শৃংখলা বাহিনীর সদস্যরা আমাদের সার্বিক সহায়তা করবেন। প্রতীক বরাদ্ধের পর থেকে ভোট গ্রহন পর্যন্ত প্রার্থীদের কর্মকান্ড পর্যাবেক্ষন করছি। সকলের সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া হবে।