রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

জয়নগর বিএনপির ইফতার মাহফিলে সাবেক এমপি হাবিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া এক নম্বর জয়নগর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল ও ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে ধানদিয়া চৌরাস্তা মোড় সংলগ্ন বেগম খালেদা জিয়া কলেজ মাঠে জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি রওশন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা—১ (তালা—কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর যাবত এভাবে আমরা ইফতার অনুষ্ঠান করতে পারিনি। আজ আমাদের সুযোগ এসেছে। আওয়ামী ফ্যাসিষ্টদের মত আমরা সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। জোর করে ভোটও নেব না। আমরা জনগণের ভালোবাসা নিয়ে ভোটে জয়লাভ করে নেতৃত্ব দিতে চায়। আমার দলের কোন নেতাকর্মী যদি জমি দখলবাজ ,ধান্দাবাজ, চাঁদাবাজ মাস্তানি করে তাহলে তাদেরকে ধরে বেঁধে রেখে আমাকে খবর দেবে আমি তাদের বিচার করব। এ ধরনের নেতা কর্মীদের আমার দলের ঠাই হবে না। তিনি বলেন, শেখ হাসিনা আলেম সমাজের উপরও অত্যাচার করেছে। কোনো জায়গায় সভাসমাবেশ করতে দেয়নি, এমনকি ইসলামি কোনো সভা হতে দেয়নি। এদেশের মানুষ তার সমুচিত জবাব দিয়েছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক শেখ আব্দুল কাদের বাচ্চু, রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক কে এম আশরাফুজ্জামান পলাশ,প্রভাষক সালাউদ্দীন পারভেজ, কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, রুহুল কুদ্দুস, রুহুল আমিন, জয়নগর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মজিদ, সিদ্দিকুর রহমান, ইউনুস আলী, বাবু বাচ্চু, কৃষক দল নেতা আরিজুল ইসলাম, প্রভাষক আব্দুল জব্বার, মনিসহ শতশত নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com