শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জয় দিয়ে ওয়ানডে শুরু করলো ভারত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে ভারত। রান তাড়ায় শুবমান গিলের ৮৭ রানের পর শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের ফিফটিতে সহজ জয় পেয়েছে স্বাগতিকরা। এর আগে ব্যাট করে জস বাটলার, জ্যাকব বেথেলের ফিফটিতে ২৪৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। নাগপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। সফরকারীদের উড়ন্ত সূচনা এনে দেন ফিল সল্ট ও বেন ডাকেট। মাত্র ৮.৫ ওভারেই ৭৫ রানের জুটি গড়েন তারা। ২৬ বলে তিন ছয় ও পাঁচ চারে ৪৩ রান করা সল্টের বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। এরপরই ফিরে যান আরেক ওপেনার ডাকেট। তার ব্যাট থেকে আসে ৩২ রান। লম্বা বিরতি দিয়ে দলে ফেরাটা সুখকর হয়নি জো রুটের। রানের খাতা খোলার আগেই বিদায় নেন হ্যারি ব্রুক। এরপর পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন জস বাটলার ও জ্যাকব বেথেল। ফিফটি তুলে অক্ষর প্যাটেলের শিকার হন বাটলার। ৬৭ বলে ৫২ রান করেন ইংলিশ অধিনায়ক। এরপর পথ হারায় ইংল্যান্ড। ইংল্যান্ডের বাকি ব্যাটাররা আসা—যাওয়া মিছিলে ফিফটি তুলে নেন বেথেল। ৬৪ বলে ৫১ রান করেন বেথেল। শেষদিকে জোফরা আর্চারের অপরাজিত ২১ রানে ২৪৮ রান তুলে নির্ধারিত ওভারের আগেই অলআউট হয় ইংল্যান্ড। তিনটি করে উইকেট শিকার করেন হার্শিত রানা ও রবীন্দ্র জাদেজা। জবাব দিতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারালেও পথ হারায়নি ভারত। অল্পতেই ফিরেছেন রোহিত শর্মা ও যশস্বী জাইসওয়াল। এরপর শুবমান গিলের সাথে শ্রেয়াস আইয়ারের ৯৪ রানের জুটিতে জয়ের পথেই ছিল ভারত। পাল্টা আক্রমণে ফিফটি করা আইয়ারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বেথেল। ৩৬ বলে নয়টি চার ও দুই ছক্কায় ৫৯ রান করেন আইয়ার। চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়েন অক্ষর প্যাটেল ও শুবমান গিল। দ্রুত রান তুলেছেন অক্ষর প্যাটেল। দেখা পান ফিফটিরও। ৪৭ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৫২ রান করেন এই অলরাউন্ডার। এরপর দ্রুত দুই উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি ভারতের। ১৪টি চার হাঁকানো গিলকে ৮৭ রানে ফেরান সাকিব মাহমুদ। দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com