বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জরুরি প্রয়োজনে যুক্তরাষ্ট্রে ‘রেমডেসিভির’ ব্যবহারের অনুমতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫

এফএনএস স্বাস্থ্য: কোভিড—১৯ চিকিৎসায় ‘জরুরি প্রয়োজনে’ গিলিয়াড সায়েন্সের অ্যান্টিভাইরাস ওষুধ রেমডেসিভির ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন—এফডিএ। এর আগে পরীক্ষামূলক ব্যবহারে কোভিড—১৯ সারাতে এ ওষুধের ‘সহায়ক ক্ষমতার সুস্পষ্ট প্রমাণ’ পাওয়ার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এখন এফডিএর অনুমোদনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে বড় পরিসরে রেমডেসিভির ব্যবহারের পথ খুললো। রয়টার্স জানিয়েছে, শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গিলিয়াডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল ও’ডেকে সঙ্গে নিয়ে রেমডেসিভিরের অনুমোদনের ঘোষণা দেন। এই অনুমোদনকে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করে ড্যানিয়েল ও’ডেক বলেন, তার কোম্পানি অনুদান হিসেবে ১৫ লাখ ভায়াল রেমডেসিভির দেবে যুক্তরাষ্ট্র সরকারকে। রয়টার্স লিখেছে, আপাতত এই পরিমাণ ওষুধ দিয়ে ১ লাখ ৪০ হাজার রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব। তবে বিষয়টি নির্ভর করবে রোগীকে কতদিন ধরে এ ওষুধ দিতে হবে তার ওপর। রেমডেসিভির তৈরি হয়েছিল ইবোলার চিকিৎসার জন্য। গত ২৯ এপ্রিল যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছিল, হাসপাতালে রেমডেসিভিরের পরীক্ষামূলক প্রয়োগে কোভিড—১৯ রোগীদের উপসর্গের স্থায়িত্ব ১৫ দিন থেকে কমে ১১ দিনে নেমেছে। বিশেষজ্ঞরা এই ফলাফলকে ‘দুর্দান্ত’ বলে স্বাগত জানালেও বলেছিলেন, এ ওষুধ কোভিড—১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের ‘ম্যাজিক বুলেট’ হবে না, সেটাও মনে রাখতে হবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (এনআইএআইডি) পরিচালিত ওই পরীক্ষায় এক হাজার ৬৩ জন রোগী অংশ নেয়। তবে মৃত্যু ঠেকাতে এ ওষুধের প্রভাব এখনও স্পষ্ট নয়। রেমডেসিভির পাওয়া রোগীদের মধ্যে মৃত্যুহার ছিল ৮ শতাংশ এবং অন্যান্যের ক্ষেত্রে ১১ শতাংশ। ওষুধ এই পার্থক্য তৈরিতে কোনো ভূমিকা রেখেছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা—দুদিক দিয়েই বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ১১ লাখ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ৬৫ হাজার মানুষের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com