বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

জলবায়ু পরিবর্তন ও জেন্ডার ন্যায্যতা বিষয়ে সংলাপ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় উপকূলীয় অঞ্চলের জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা, ইকোসিস্টেম (বাস্তুতন্ত্র) ব্যবস্থাপনা, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার এবং ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালী করণে জেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স এর বাস্তবায়নে অক্সফ্যাম ইন বাংলাদেশ এবং অস্টে্রলিয়ান এইড এর সহায়তায় “ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস (ইওউ৪ঈঔ)” প্রকল্পের মাধ্যমে উক্ত “জেলা পর্যায়ে সংলাপ” অনুষ্ঠিত হয়। ব্রেকিং দ্যা সাইলেন্স পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সিভিল সার্জন অফিসের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা পুলক চক্রবর্তী, মহিলা বিষয়ক অধিদপ্তরের সাতক্ষীরার ডিডি (অতিরক্তি দায়িত্ব) নাজমুন নাহার, অধ্যক্ষ আশেক—ই—এলাহী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com