প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালী করণ (পরিবেশ) বিষয়ক বারসিক সংস্থার প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে নেটজ বাংলাদেশ এর সহযোগীতায় বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনায়াস নলেজ (বারসিক) এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর সভাপতিত্বে বারসিক উপজেলা ফিলফ্যাসেলিটর আল আমিন হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, সাবেক ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জেল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আকরাম হোসেন সানা, বারসিক উপজেলা এ্যাডভোকেসি এ্যাসিস্টান শিউলি মন্ডল, ইউপি সচিব খাইরুল ইসলাম, ইউপি সদস্যা, সদস্য বৃন্দ প্রমুখ।