সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুল্কমুক্ত সুবিধায় হাজার হাজার টন চাল আমদানিতেও বাজারে প্রভাব পড়েনি বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শীতজনিত রোগীর চাপ রাজধানীসহ দেশের প্রতিটি হাসপাতালে বাড়ছে সাতক্ষীরা পৌর—মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ: হাইকোর্ট স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু সম্মেলনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত মোবাইল—ইন্টারনেটে কর প্রত্যাহার না হলে এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি ভারত থেকে এলো ২৭ হাজার মেট্রিক টন চাল টিউলিপের উচিত ক্ষমা চাওয়া: ইউনূস বিজিবি—জনগণ ‘শক্ত অবস্থান’ নেওয়ায় ভারত পিছু হটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জলবায়ু সহিষ্ণু শস্যের ১০ জাত উদ্ভাবন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

এফএনএস: জলবায়ু সহিষ্ণু শস্য উদ্ভাবনে কৃষি গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন জাত ও প্রযুক্তির গবেষণা করছে বলে জানিয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, স¤প্রতি জলবায়ু ঘাতসহিষ্ণু ১০টি শস্যের জাত উদ্ভাবিত হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে কৃষিমন্ত্রী এ তথ্য জানান। কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু সহিষ্ণু শস্য উদ্ভাবনে কৃষি গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন জাত ও প্রযুক্তির গবেষণা কার্যক্রম পরিচলনা করছে। স¤প্রতি তিনটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ১০টি জলবায়ু ঘাতসহিষ্ণু জাত উদ্ভাবিত হয়েছে। এসব জাতের মধ্যে রয়েছে- ১. গম ও ভুট্টার উন্নতর বীজ উৎপাদন এবং উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) (জুলাই ২০১৫-জুন ২০২০)-(বিএআরআই), ২. বাংলাদেশে তেলবীজ ও ডাল ফসলের গবেষণা ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) (এপ্রিল ২০১৬-ডিসেম্বর ২০১১)-(বিএআরআই), ৩. বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ (১ম সংশোধিত) (অক্টোবর ২০১৭-মার্চ ২০২৩)-(বিএআরআই), ৪. পরমাণু কৌশলের মাধ্যমে হাওর, চরাঞ্চল, লবণাক্ত ও পাহাড়ি এলাকা উপযোগী জলবায়ু পরিবর্তন সহনশীল জাত ও লাভজনক ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন এবং ফসলের নিবিড়তা বাড়ানোর মাধ্যমে ফসলের উৎপাদন এবং বিভিন্ন অঞ্চলে অভিযোজন প্রকল্প-(বিনা), ৫. জিওবির অর্থায়নে অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন, গবেষণা ও আধুনিকায়ন প্রকল্প শীর্ষক প্রকল্প-(ব্রি), ৬. কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত উবাবষড়ঢ়সবহঃ ড়ভ ঝযড়ৎঃ উঁৎধঃরড়হ ঈড়ষফ ঞড়ষবৎধহঃ জরপব ভড়ৎ ঐধড়ৎ অৎবধং ড়ভ ইধহমষধফবংয প্রকল্প (ব্রি), ৭. ঘঅঞচ-ওও এর অর্থায়নে পরিচালিত উঘঅ সধৎশবৎ-ধংংরংঃবফ নৎববফরহম ভড়ৎ ঢ়ৎড়ফঁপরহম যরমযষু ংঃৎবংং ঃড়ষবৎধহঃ বষরঃব ৎরপব াধৎরবঃরবং ভড়ৎ পড়ধংঃধষ ইধহমষধফবংয নু রহঃৎড়মৎবংংরড়হ ড়ভ সঁষঃরঢ়ষব ংধষঃ ষড়পর (ছঞখং) রহঃড় পড়সসবৎপরধষ ক্স পঁষঃরাধৎং প্রকল্প-(ব্রি) কৃষিমন্ত্রী জানান, উপক‚লীয় বরিশাল ও খুলনা অঞ্চলে পানিসম্পদ এবং মাটির লবণাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ উন্নয়ন কর্মসূচির আওতায় দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ত পতিত জমিতে লবণাক্ততা সহনশীল উচ্চ ফলনশীল বোরো ধান যেমন ব্রি ধান৪৭, ব্রি ধান৬৭, ব্রি ধান৯৭ ও ব্রি ধান১৯ জাতগুলো বিস্তারের মাধ্যমে পতিত জমি ধান চাষের আওতায় আনা সম্ভব হয়েছে। যা দেশের মোট ধান উৎপাদনে বিশেষ ভ‚মিকা রাখছে। এ কার্যক্রম বর্তমানে চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com