শিবপুর প্রতিনিধি \ রবিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী, কুশখালী ও শিবপুর ইউনিয়নের জলবদ্ধতা নিরশনের লক্ষে সেচনালা খননের কাজ পরিদর্শন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহিদ হাসান, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, কুশখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, শিবপুর ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম, মাওঃ মোঃ আলামিন, সন্তোষ মন্ডল, মোঃ আব্দুল হাই, মোঃ আব্দুল্লাহ গাজী, কৃষক দল নেতা মল্লিক শামীম হোসেন, যুবদল নেতা মুকুল হোসেন প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈকারী ইউনিয়নের মিরগীডাঙ্গা ও আড়–য়াখালী বিলের সেচনালা, কুশখালী ইউনিয়নের ছকুড়োর বিলের সেচনালা ও শিবপুর ইউনিয়নের পদ্ম বিল, শুধির বিল, পায়রাডাঙ্গা বিলের বিভিন্ন সেচনালা খননের কাজ ও উপজেলা পরিষদের অর্থয়ানে নির্মিত বরুনতলার ব্রিজ নির্মান কাজ পরিদর্শন করেন। এ সময় এলাকার কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং কৃষকরা বলেন সেচনালা খননের কাজ গুলি সম্পন্ন হলে করলে অত্র এলাকার প্রায় ২০০০ হাজার বিঘা জমির ইরি ও আমন চাষাবাদ হবে এবং মৎস্য ঘের গুলো ডুবার সম্ভনা থাকবে না।