গ্রীষ্মের আগমনী বার্তা প্রকৃতিতে বিশেষ ধরনের পরিবর্তন এবং পরিবর্ধন দৃশ্যমান। আমাদের দেশ ছয় ঋতুর। আবহমান কাল যাবৎ এদেশের আবহাওয়া, জলবায়ূ ও ভু-প্রকৃতিতে ছয় ঋতুর বিশেষ প্রভাব লক্ষনীয়। কিন্তু বাস্তবতা হলো সা¤প্রতিক বছর গুলোতে আমাদের সেই চিরচেনা ছয় ঋতু হারিয়ে যেতে বসেছে আর ছয় ঋতুর বাংলাদেশের জন্য ছয় ঋতুর অভাব অতি বেমানান, বিশ্ব জলবায়ূর প্রভাব এর কারন হেতু আমাদের ছয় ঋতু গুটি কয়েক ঋতুতে পরিনত হয়েছে। চলতি বর্ষা মৌসুমে ঋতু পরিবর্তন ও জলবায়ূ পরিবর্তনের প্রভাব ছিল বিশেষ ভাবে লক্ষনীয়। এবারের বর্ষা ঋতুতে অতি বৃষ্টিপাত জনজীবনকে ক্ষতিগ্রস্থ করেছে। বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতা ও পরিস্থিতি বিশ্লেষন করলে যে বিষয়টি বিশেষ ভাবে আলেখ্য তা হলো ঋতু পরিবর্তন সত্যিকার অর্থে দেশের জন্য, জন মানুষের জন্য ভোগান্তীর কারন হিসেবে বিবেচিত হচ্ছে। গত কয়েকদিন যাবৎ গ্রীষ্মের তাপদাহের যে প্রবাহ দৃশ্যমান তা অবশ্যই ঋতু পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। দিনে দিনে ঋতু পরিবর্তন ও পরিবর্ধনের প্রভাব প্রকট হতে প্রকটতর হচ্ছে। দেশের অপার সম্ভাবনাময় জেলা হিসেবে সাতক্ষীরা নামটি বিশেষ ভাবে আলেখ্য। সাতক্ষীরা বঙ্গোপসাগরের উপকুলে এবং সুন্দরবন এলাকা যে কারনে বিশ্বজলবায়ূর নেতিবাচক প্রভাব সাতক্ষীরার উপর দৃশ্যমান, কেবল জলবায়ূ পরিবর্তন নয় ঋতু পরিবর্তনের হলুদাভাব সাতক্ষীরাকে বিশেষ ভাবে আচ্ছন্ন করেছে। উন্নত বিশ্ব বিশেষ করে আধুনিক বিশ্ব বিশ্ব জলবায়ূ পরিবর্তনের অংশিদার আর তার নির্মম শিকার বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলো। উন্নত বিশ্বের কারনে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে রক্ষা করতে হবে।