শনিবার, ০৩ মে ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

জাতিসংঘের ভোটাভুটিতে ক্ষুব্ধ \ ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর ভিআইপি ট্রাভেল কার্ড বাতিল করল ইসরাইল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

এফএনএস আন্তর্জাতিক: ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর ভিআইপি ট্রাভেল কার্ড বাতিল করেছে ইহুদিবাদী ইসরাইল। জাতিসংঘ সাধারণ পরিষদে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে স¤প্রতি যে ভোটাভুটি হয়েছে তাতে ক্ষিপ্ত হয়ে এই ব্যবস্থা নিয়েছে তেলাবিব। গত ৩০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় যাতে ফিলিস্তিনির ভ‚খণ্ডের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের মতামত চাওয়া হয়েছে। এ প্রস্তাব বিপুল ভোটে সাধারণ পরিষদে পাস হয়। গত রোববার ইহুদিবাদী ইসরাইল আল-মালিকির কার্ড বাতিল করে। এর আগে ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের তিন নেতার কার্ডও একইভাবে স্থগিত করেছে। ইসরাইলের কারাগার থেকে চলি­শ বছর পর মুক্তি পাওয়া একজন ফিলিস্তিনি নেতাকে দেখতে যাওয়ার কথিত অপরাধে এই তিন নেতার কার্ড বাতিল করা হয়। এই কার্ড ব্যবহার করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অধিকৃত ভ‚খণ্ডের বিভিন্ন অংশে এবং পশ্চিম তীর থেকে জর্দানে চলাফেরা করতে পারতেন। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি জর্দান সীমান্ত পার হওয়ার সময় তার কার্ড কেড়ে নেয়া হয় বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে। রিয়াদ আল-মালিকির সহকারী আহমাদ আল-দিয়িক জানিয়েছেন, কার্ড থাকুক বা না থাকুক পররাষ্ট্রমন্ত্রী তার ক‚টনৈতিক মিশন অব্যাহত রাখবেন। এদিকে, ইসরাইলের উগ্র ডানপন্থি মন্ত্রী ইতামার বেনজিভির প্রকাশ্য স্থান থেকে ফিলিস্তিনের সমস্ত পতাকা সরানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের কারাগারে যে সমস্ত ফিলিস্তিনি বন্দী রয়েছেন তাদের সাথে নিয়মিত দেখা-সাক্ষাৎ করার আইনও রোহিত করবেন বলে জানিয়েছেন তিনি। পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com