এম. আবু ইদ্রিস \ ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী সাতক্ষীরা সদরের মেয়ে দ্য পোল স্টার পৌর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী বিথী সুলতানা কে সংবর্ধনা ও বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দ্য পোল স্টার পৌর হাই স্কুলের আয়োজনে গত বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুলের অডিটরিয়াম রুমে প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে সংবর্ধনা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের ছাত্রীর নুসরাত জাহান ও পূজা পাল। মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর ছাত্রী রোকসানা আক্তার। উল্লেখ্য বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত ২২—০২—২০২৫ তারিখে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিথী সুলতানা খুলনা অঞ্চলাধীন ক্রীড়া উপ অঞ্চলের প্রতিনিধি হিসেবে ৪০০ মিটার দৌড় (বালিকা মধ্যম) ইভেন্টে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান হওয়ার গৌরব অর্জন করে। তার সাফল্যের পেছনে মূল কারিগর হিসেবে কাজ করেছেন ক্রীড়া শিক্ষক সেলিম রেজা। সে সদর উপজেলা রইচ পুর গ্রামের মোঃ সিরাজুল ইসলাম ও শরিফা খাতুনের কন্যা। তার এ সাফল্যমণ্ডিত অর্জনে পিতা—মাতা, স্কুল শিক্ষক সহ সকলে আনন্দিত। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল।অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহঃ প্রধান শিক্ষিকা মিতুন নাহার , শিক্ষক মোহাম্মদ আমজাদ হোসেন, অসীত বরন মন্ডল, পলাশ কুমার গাইন সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক রবিউল ইসলাম।