বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: নৌ—উপদেষ্টা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: নৌ—পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন আশা করছে যে, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন শুধু নির্বাচনের পলিসি দেয় তারা ফিল্ডে যায় না। দায়িত্ব থাকে রিটার্নিং অফিসারদের কাছে। বর্তমান ডেপুটি কমিশনাররা (ডিসি) অনেক আন্তরিক ও যোগ্য। তারা আন্তরিকভাবে কাজ করছেন। তিনি গতকাল সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আমাদের দেশের দুই তৃতীয়াংশ মানুষ নদীর ওপর নির্ভরশীল। সম্মেলনে ডিসিরা নদীর নাব্যতা, নৌ—নিরাপত্তা, ঘাট নিয়ে তাদের মতামত উপস্থাপন করেছেন। আমরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, শ্রম মন্ত্রণালয় শিশুশ্রম ও তাদের পুনর্বাসন সম্পর্কে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। দেশের প্রতিটি বিভাগ ও জেলায় পুনর্বাসনের জন্য কমিটি রয়েছে। শ্রম মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। উপদেষ্টা আরও বলেন, নদীতে মোবাইল কোর্ট বাড়ানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। বালুমহল প্রসঙ্গে তিনি বলেন, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ এবং মেঘনা নদী থেকে বালু চুরির ঘটনা রোধ করার ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com