এ্যাড. তপন কুমার দাস \ রবিবার অপরাহ্নে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রাজজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর সভাপতিত্বে ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনের চুড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রাজজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী বলেন, ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে লিগ্যাল এইডের সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে জেলা লিগ্যাল এইড অফিস বদ্ধ পরিকর। আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনের জন্য তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় অংশ গ্রহন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এম,জি আযম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, জিপি শম্ভুনাথ সিংহ, পিপি এ্যাড,মো: আব্দুল লতিফ, সিভিল সার্জেন্টের প্রতিনিধি, সদর সার্কেল ইন্সপেক্টর এস,এম জাহিদ বিন আলম, আরও উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জোসনা আরা, জেলা তথ্য অফিসার, অতিরিক্ত পিপি তপন কুমার দাস, প্যানেল আইনজীবী বদিউজ্জামান, এনজিও এর সাকিবুর রহমান বাবলা প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার সহকারী জজ মো: মনিরুল ইসলাম। এর পূর্বে প্রস্তুতি সভার শুরুতে সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রাজজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী সিনিয়র জেলা ও দায়রাজজ হওয়ায় ফুলেল শুভেচছা ও সম্বর্ধনা প্রদান করা হয়।