জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। ২৫ মে বিকাল পাঁচটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন। ২৬ মে বিকাল পাঁচটায় সমাপনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।-তথ্য বিবরণী