বাংলাদেশ দল এখন রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাওয়া টাইগাররা ইতোমধ্যে টেস্ট সিরিজ খেলে ফেলেছে, ওয়ানডে সিরিজ চলছে। ওয়ানডে সিরিজ শেষে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ, যেখানে অভিষেক হতে পারে রিপন ম-লের। তবে অভিষেক হোক বা না হোক, রিপন ডাক পাচ্ছেন টি-টোয়েন্টি দলে। এক সূত্র জানিয়েছে, রিপনকে নিয়েই টি-টোয়েন্টি স্কোয়াড সাজিয়েছে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। শীঘ্রই সেই স্কোয়াড ঘোষণা করা হবে। ২১ বছর বয়সী তরুণ পেসার রিপন বাংলাদেশের যুব দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটেও খেলছেন বছর তিনেক হলো। এখন পর্যন্ত খেলা হয়েছে ১২টি প্রথম শ্রেণির ম্যাচ, ৩৮টি লিস্ট ‘এ’ ম্যাচ ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০২৩ সালে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন রিপন, সে হিসেবে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তার। যদিও মূল দলের হয়ে এখনও অভিষেক হয়নি, এমনকি দলে ডাকই পেতে যাচ্ছেন প্রথমবার। ২০২২ সালের যুব বিশ্বকাপে আইসিসির বেছে নেওয়া সেরা একাদশে ছিলেন রিপন। ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। এরপর থেকে এইচপি ইউনিটের তত্ত্বাবধানে রাখা হয় তাকে। আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি দিয়ে বছর শেষ করবে টাইগাররা।