বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

জাতীয় পর্যায়ে খুলনা বিভাগের শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিকের স্বীকৃতি পেল দেবীপুর কমিউনিটি ক্লিনিক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০২৪

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে॥ জাতীয় পর্যায়ে খুলনা বিভাগের শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিকের স্বীকৃতি পেল সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিক। গত মঙ্গলবার বেলা ১২টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে “দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ, স্মার্ট কমিউনিটি ক্লিনিক” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কমিউনিটি ক্লিনিকের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী’ দিবস ২৪ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এ.কে.এম নূরুন্নবী কবির প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সিবিএইচসির লাইন ডিরেক্টর ডাঃ মোঃ কাইয়ুম তালুকদার। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিককে খুলনা বিভাগের শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক হিসাবে সম্মাননা প্রদান করা হয়। দেবীপুর কমিউনিটি ক্লিনিকের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন ক্লিনিকের সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার (সম্পদ), ভুমিদাতা রাজেন্দ্র মন্ডল ও সাপোর্ট গ্রুপের সদস্য শেখ কামরুজ্জামান। দেবীপুর কমিউনিটি ক্লিনিককে খুলনা বিভাগের শ্রেষ্ঠ ক্লিনিক নির্বাচিত করায় উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ক্লিনিকের সিজি ও সিএসজি গ্রুপের সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লিনিকে সেবাপ্রাপ্ত রোগীরা সকলে সিবিএইচসি ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com