বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২১ রমজান সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ আব্দুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুব আলম। সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ আজিবর রহমান, আহমদ আলী, যুগ্মসাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক শফিকুল ইসলাম বাবু, উপজেলা যুবসংহতির সভাপতি জি এম আব্দুল কাদের, সাধারণ সম্পাদক গাজী আল-ইমরান, উপজেলা ছাত্রসমাজের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি-সম্পাদক সহ এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য সহ দোয়া পরিচালনা করেন বংশীপুর মিনা মসজিদের পেশ ইমাম মাওঃ মোবারক হোসেন।