স্টাফ রিপোর্টার ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা সদর আসনের জন্য জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রায়ত সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমানের পুত্র মশিউর রহমান বাবু। গতকাল বেলা সাড়ে ১২ টায় জাতীয় পার্টির বনানী কেন্দ্রীয় কার্যালয় হতে পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফের হাত থেকে সাতক্ষীরা সদর আসনের জন্য মনোনয়ন ফম সংগ্রহ করেন জেলা জাতীয় পার্টির সহ-সাধাঃ সম্পাদক তরুণ উদয়মান নেতা মোঃ মশিউর রহমান বাবু। জানা গেছে, শহরের পলাশপোল এলাকার বাসিন্দা সুশিক্ষিত সদা হাস্যজ্জল সকলের অতি পরিচিত মুখ মোঃ মশিউর রহমান বাবু আপাদ মোস্তক রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা প্রায়ত সংসদ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাবিবুর রহমান জেলা অভূতপূর্ণ উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। তিনি জাতীয় পার্টির সভাপতি ছিলেন না পাটির কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ক্রীড়া সংগঠনের প্রাণ সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফ্রেন্ডস ডেমোক্রেটিভ ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয় সাতক্ষীরা জেলার মানুষের নায্য অধিকার আদায়ে একমাত্র সংগঠন জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সাতক্ষীরা সদর আসনের মানুষের কল্যাণ কাজ করে গেছেন। তার যোগ্য উত্তরসূরী জেলা জাতীয় পার্টির সহ-সাধাঃ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু সদর উপজেলা মানুষের সার্বিক উন্নয়নের কাজ করে যাচ্ছেন। বাবু জাতীয় পার্টির রাজনীতির পাশাপাশি জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির সাধাঃ সম্পাদক এবং সদর উপজেলা রাইস মিল মালিক সমিতির সাধাঃ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। এখানেই শেষ নয় তিনি শীর্ষ ব্যবসায়িক সংগঠন সাতক্ষীরা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি ও এফ বি সি সি আই এর সদস্য মনোনীত হয়েছেন। বাবু সামাজিক সংগঠন রোটারি ক্লাব সাতক্ষীরার সাধাঃ সম্পাদক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সুনামের সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার এ সকল কর্মকান্ডের মাধ্যমে ইতিমধ্যে সাতক্ষীরার সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠন সহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে অতি পরিচিত মুখ হিসাবে নিজেকে পরিচিত করতে সক্ষম হয়েছেন। জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মোঃ মশিউর রহমান বাবু জানান, আমার প্রায়ত পিতা মোঃ হাবিবুর রহমান জাতীয় পার্টির সংসদ সদস্য হয়ে সাতক্ষীরার উন্নয়নের ব্যাপক কাজ করেছিলেন। প্রায়ত পিতার উত্তরসূরী হিসেবে দীর্ঘদিন বিভিন্নভাবে সাতক্ষীরার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আমি মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। জাতীয় পার্টির থেকে মনোনয়ন পেলে বিপুল ভোটে জয় লাভ করতে পারবো। অমৃত সাতক্ষীরার মানুষের উন্নয়নে কাজ করে যাবো।