কেশবপুর ব্যুরো ॥ জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটী গ্রামের অবস্থিত বুড়িহাটী মহিলা দাখিল মাদ্রাসা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছে। এ গৌরবজনক অর্জনে এলাকাবাসীসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত পাঠদান, শৃঙ্খলাবোধ, নৈতিক শিক্ষা, সহশিক্ষা কার্যক্রমে সাফল্য এবং সার্বিক ব্যবস্থাপনায় উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে মাদ্রাসাটিকে এই সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষ কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল খালেক সহ অর্জনের পেছনে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “এই স্বীকৃতি আমাদের জন্য গর্বের। ভবিষ্যতে শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।” এ সময় বুড়িহাটী মহিলা দাখিল মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ অর্জন মাদ্রাসাটিকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়েও সাফল্য বয়ে আনবে।