আব্দুস ছাত্তার কালিগঞ্জ (মৌতলা) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ আসনে আ’লীগের প্রার্থী নৌকার মাঝি এস এম আতাউল হক দোলনের নির্বাচনী প্রচার প্রচারণা ও নৌকাকে বিজয়ী করতে মৌতলা ইউনিয়ন আ’লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার মৌতলা ইউনিয়ন আ’লীগের অফিস চত্তরে ইউনিয়ন আ’লীগ সভাপতি দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. হাবিব ফৌরদাউস শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের নৌকা প্রতিকের প্রার্থী এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, শ্যামনগর উপজেলা আ’লীগের সিনিঃ সহ-সভাপতি অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, জেলা আ’লীগের সদস্য এড. শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, উপজেলা মহিলা লীগের সভাপতি জেবুন্নাহার জেবু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, রতনপুর ইউপি চেয়ারম্যান আলীম আর রাজি টোকন, দক্ষিণ শ্রীপুর আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন। বীর মুক্তিযোদ্ধা আহম্মাদ আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী মাষ্টার সহ ইউনিয়ন আ’লীগ শ্রমিক লীগ যুবলীগের নেতাকর্মীরা ও সর্বস্তরের সাধারণ মানুষ।