প্রকাশিত হয়েছে বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা। ২০২৫ সালের এই তালিকায় জায়গা পেয়েছেন ২২ ক্রিকেটার। তবে সেখানে বড় কোন চমক না থাকলেও কৌতুহল জাগিয়েছে শামীম হোসেনের না থাকা। অবশ্য জায়গা না হলেও তার সম্ভাবনার দুয়ার খোলা রাখছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। গত ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় এক বছর পর জাতীয় দলে ফেরেন শামীম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে বড় অবদান রাখেন এই তরুণ ব্যাটার। জেতেন ম্যাচসেরার পুরস্কারও। তিন ম্যাচে ১৮৮.২৩ স্ট্রাইক রেটে ৬৪ রান করেন শামীম। এরপর বিপিএলেও ফর্ম দেখিয়েছেন এই টাইগার। এমন ফর্মের পরও শামীমের চুক্তিতে না থাকা অবাক করার মতোই ছিল। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা তৈরি করে জাতীয় নির্বাচক কমিটি সুপারিশ করে ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে ক্রিকেট পরিচালনা বিভাগ। প্রধান নির্বাচক গাজী আশরাফ বলেন, ‘(শামীম) ভাবনায় থাকলে তো অবশ্যই আসত। আর বুঝতেই পারছেন, আরও কিছু নাম বাদ পড়েছে, যারা আগে ছিল কিন্তু পারফর্ম করতে পারেনি। তবে সামনে সবার জন্যই দরজা খোলা থাকবে। যে কাউকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। তারপর কেন্দ্রীয় চুক্তি পাবে। জাতীয় দলের সঙ্গে চুক্তিটা মর্যাদাপূর্ণ একটা ব্যাপার। সেভাবেই এটা চূড়ান্ত করা হয়েছে।’ গত বছর যথেষ্ট সংখ্যক টি—টোয়েন্টি না খেলাও শামীমের চুক্তিতে না থাকার কারণ হয়ে থাকতে পারে। নিয়মিত পারফর্ম করতে পারলে সবার জন্যই জাতীয় দল ও কেন্দ্রীয় চুক্তির দরজা সবসময়ই খোলা, বললেন প্রধান নির্বাচক। তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট করে কারও জন্য কোনো বার্তা আমরা দিতে চাই না। সবার জন্য বিষয়টা একই। কোনো কিছু ঘটলে, তার প্রতিফলনও কেন্দ্রীয় চুক্তিতে দেখা যাবে। এক্ষেত্রে অল্পতেই সন্তুষ্ট হওয়ার কিছু নেই।’