মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
উত্তেজনার মধ্যেই পাকিস্তানের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের একাধিক প্রতিরক্ষা ওয়েবসাইট হ্যাকড তাইওয়ানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল রাজধানী তাইপে ইরানের হাতে ১২০০ কিমি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গাজায় অভিযান নয়, এবার দখলই লক্ষ্য: ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার ঘোষণা সিন্ধু নিয়ে দ্বন্দ্বে নতুন মোড়, ভারত বলছে ‘স্বাধীন’, পাকিস্তান বলছে ‘যুদ্ধ’ বিলাওয়ালের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে বন্ধ, বাড়ছে ভারত—পাকিস্তান উত্তেজনা ওয়াক্ফ মামলার শুনানি ১৫ মে, দায়িত্বে থাকবেন নতুন প্রধান বিচারপতি মাঠে না গিয়েই চ্যাম্পিয়ন বায়ার্ন লিভারপুল অধ্যায়ের ইতি টানলেন আরনল্ড

জাপানে কমবয়সী অর্ধেক লোক সন্তান চায় না

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

এফএনএস বিদেশ : জাপানে ৩০ বছরের কম বয়সী অবিবাহিত প্রায় অর্ধেক লোক সন্তান চায় না। একটি ফার্মাসিটিউক্যাল ফার্মের সা¤প্রতিক জরিপ থেকে এ কথা জানা গেছে। খবর সিনহুয়ার। সন্তান না চাওয়ার কারণ হিসেবে তারা অর্থনৈতিক অনিশ্চয়তা, সন্তান জন্মদান ও প্যারেন্টিংয়ের সমস্যার কথা তুলে ধরে। রোহতো ফার্মাসিটিউক্যাল কোম্পানি লিমিটেডের জরিপে দেখা গেছে ১৮ থেকে ২৯ বছর বয়সী চারশো উত্তরদাতার ৪৯.৪ শতাংশ বলেছে, তারা সন্তান নিতে আগ্রহী নয়। গত তিন বছরে চালানো জরিপের তুলনায় এ হার সর্বোচ্চ। লিঙ্গ ভিত্তিতে ৫৩.০ শতাংশ পুরুষ ও ৪৫.৬ শতাংশ নারী বাবা মা না হওয়ার ইচ্ছে ব্যক্ত করেছে। জানুয়ারিতে অনলাইনে জরিপটি পরিচালনা করা হয়। এদিকে দেশটির সরকারি তথ্যে দেখা গেছে, ২০২২ সালে শিশু জন্ম সর্বনিম্ন আট লাখে নেমে আসে যা ১৮৯৯ সালে তথ্য রেকর্ড শুরুর পর সর্বনিম্ন। সরকারের ধারণার চেয়ে অনেক আগেই শিশু জন্ম কমে যাওয়ার এ তথ্য এলো। সরকারের পক্ষ থেকে ২০১৭ সালে বলা হয়েছিল জাপানে ২০৩৩ সালে জন্মসংখ্যা আট লাখে নেমে আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com